নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংকের একজন পোর্টফোলিও ম্যানেজারের বিরুদ্ধে প্রতিষ্ঠানের শেয়ার আত্মসাৎ করে ব্যক্তিগত লাভবান হওয়ার অভিযোগ উঠেছে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অস্বাভাবিক লেনদেন শনাক্ত করার পর চলতি বছরের জুনে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে উঠে এসেছে, শুধু ওই পোর্টফোলিও ম্যানেজারই নন, বরং ব্যাংকের ট্রেজারি প্রধান ও তিনজন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরও অনিয়মিত লেনদেন থেকে সুবিধা নিয়েছেন। তবে ব্যাংক কর্তৃপক্ষের দাবি, শীর্ষ কর্মকর্তারা এসব কার্যক্রম সম্পর্কে কিছুই জানতেন না। তারা শুধু বিনিয়োগের উদ্দেশ্যে পোর্টফোলিও ম্যানেজারের কাছে অর্থ জমা দিয়েছিলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিটি ব্যাংকের কর্পোরেট স্ট্র্যাটেজিক বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. সানোয়ার খান ব্যাংকের নিজস্ব বিও অ্যাকাউন্ট থেকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড-এর ১০ লাখ ইউনিট শেয়ার...