জামায়াতে ইসলামীর নেতৃত্বে চলমান যুগপৎ আন্দোলনে কেন নেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সে বিষয়ে একটি পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুই দিন ধরে নানা গুঞ্জনের মধ্যে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নাহিদ ইসলাম সাফ জানিয়ে দিলেন, দুই কক্ষের সংসদ তারা চান; তবে নিম্নকক্ষে পিআর পদ্ধতি চান না। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামীসহ সাতটি দল যুগপৎ আন্দোলনে নেমেছে। একই সঙ্গে তারা সরকারের সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছে। নাহিদ ইসলাম বলেছেন, “নিম্নকক্ষে আমরা পিআর চাই না। এর বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং জবাবদিহিতার জন্য কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। ফলে সেটাকে নিশ্চিত করেই যেন জুলাই সনদ বাস্তবায়ন করা হয়। ফলে আমরা এই মুহূর্তেই কোনো জোটভিত্তিক চিন্তাভাবনা করছি না।” তিনি বলেন, “ফলে জামায়াতে ইসলামীর নেতৃত্বে...