রাজধানীর মগবাজারে তাকওয়া হাসপাতালের পাশের একটি রেস্তোরাঁয় আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে নয়তলা ভবনের দ্বিতীয় তলায় ‘কিসমি’ নামে রেস্তোরাঁয় আগুন লাগার পর তেজগাঁও ফায়ার সার্ভিসের স্টেশনের দুটি ইউনিটের চেষ্টায় রাত ১২টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদফতরের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১২টা ২৫ মিনিটে তাকওয়া হাসপাতালের পাশে একটি ৯ তলা...