মেহেরপুরের গাংনী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারীসহ ১৮ জন বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এবং ভারতের বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/এমপি হতে ৩০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ‘কবর’ নামক স্থানে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের কাজীপুর বিওপি কোম্পানি কমান্ডার, সুবেদার মো. শাহাবুদ্দিনসহ আটজন বিজিবি সদস্য এবং বিএসএফের গান্ধীনা ক্যাম্পে কর্মরত এসি সুনীল কুমারসহ ১১ বিএসএফ ব্যাটালিয়নের আটজন বিএসএফ সদস্যদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে পতাকা বৈঠক শেষে নারীসহ ১৮ জনকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসা হয়। এ সময় বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাবিদ হোসেন এবং ভবানিপুর ক্যাম্পের এসআই মো. আব্দুল করিম। ফেরতকৃত ব্যক্তিরা হলেন,...