আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে পদত্যাগ করেছেন প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিনেটে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টায় সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণাটি দেন তিনি।সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘‘সাম্প্রতিক নানা বাস্তবতায় এবং ব্যক্তিগত কিছু কারণে আমি ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে সরে দাঁড়াচ্ছি। একটি প্যানেল মূলত টিমওয়ার্কের মাধ্যমে গড়ে ওঠে, তবে শেষ পর্যন্ত নির্বাচনে জয়ী হওয়ার বিষয়টি নির্ভর করে ব্যক্তির যোগ্যতা, সততা ও কর্মদক্ষতার ওপর। আমাদের ভেতরে পারস্পরিক বোঝাপড়ার কিছু ঘাটতির কারণে অনেকে ইতোমধ্যে সরে দাঁড়িয়েছেন। আমিও সেই ধারাবাহিকতায় আজ প্যানেল থেকে সরে যাচ্ছি। এই প্যানেলের প্রতিটি প্রার্থী অত্যন্ত যোগ্য। তারা যদি জয়ী হন, অবশ্যই রাকসুর জন্য ইতিবাচক...