বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে নাগরিক সমাজের উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।নীরব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৭ বছরে ১৭ টাকার কাজও করেনি, শুধু নাম পাল্টেছে। ওই সময় মানুষ ভোট দিতে পারেনি, মন খুলে কথা বলতে পারেনি। তারা উন্নয়নের নামে লুটতরাজ করেছে। বাংলাদেশের মানুষ জানে, উন্নয়ন মানে জিয়াউর রহমান, উন্নয়ন মানে খালেদা জিয়া।তিনি বলেন, বিএনপি জনগণের কাছে ৩১ দফা রূপরেখা দিয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে এই ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে দেশ পরিচালিত হবে। বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না।যার সঙ্গে বাগদান সারলেন হান্নান মাসউদবিএনপির এ নেতা বলেন, দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তারেক রহমান। দ্রুত তিনি দেশে ফিরবেন।...