পৌরসভার চৌধুরীপাড়ায় পূর্বশত্রুতার জেরে এমদাদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এমদাদ পৌরসভার চৌধুরীপাড়া এলাকার আলী হোসেনের ছেলে। তিনি চার সন্তানের জনক। টেকনাফ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসাইন জানান, এমদাদ ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক। ওয়ার্ডের কমিটির বর্তমান সাধারণ সম্পাদক বিদেশ চলে যাওয়ায় তাকে সেখানকার সাধারণ সম্পাদক করার কথা ছিল। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন জানান, খুনিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। পাশাপাশি মামলায় যেন কোনো নিরীহ লোককে আসামি না করা হয়। কক্সবাজারের টেকনাফ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে টেকনাফ পৌরসভার...