ফ্যাসিস্ট হাসিনা সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসনকালে উত্তরাঞ্চলের সীমান্ত জেলা জয়পুরহাটের পাঁচবিবির মহীপুরে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত ও তার স্মৃতিবিজড়িত জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর কোনো উন্নয়ন হয়নি। অধিকাংশ প্রতিষ্ঠান সরকারি হলেও পরিপূর্ণতা লাভ করেনি কোনোটি। কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় প্রতিষ্ঠানগুলো স্থাপনের প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত ওই জনপদের মানুষ। ফলে মহীপুর অঞ্চলের মানুষের উন্নয়নে মওলানা ভাসানী যে স্বপ্ন দেখেছিলেন, তা আজও অপূর্ণই রয়ে গেছে। মেহনতি মানুষের সংগ্রামী নেতা মওলানা ভাসানী দৃঢ়ভাবে বিশ্বাস করতেন-একটি জাতির আর্থসামাজিক উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যুগোপযোগী কর্মমুখী শিক্ষা। তাই তিনি পাঁচবিবি রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৪ কিলোমিটার পূর্বে আদিবাসী অধ্যুষিত মহীপুর পল্লির অসহায় দিনমজুর, কৃষকসহ অনগ্রসরদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান ‘হক্কুল এবাদ মিশন’ কার্যক্রমের আওতায় স্কুল, কলেজ, চিকিৎসালয় ইত্যাদি স্থাপন...