চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফ রিভিউ (পর্যালোচনা), পর্যায়ক্রমে বাস্তবায়ন এবং আরও সুষম ও টেকসই সমাধান খুঁজে বের করতে অংশীদারদের সঙ্গে গঠনমূলক সংলাপ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ)। নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি দিয়ে বিএসএএ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ এ আহ্বান জানান। বৃহস্পতিবার পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ১৪ সেপ্টেম্বর এসআরও নং ৩৬৪ এর মাধ্যমে জারি প্রজ্ঞাপনের পরদিন থেকে নতুন ট্যারিফ কার্যকর হয়েছে। অথচ ২৫ আগস্ট নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, বন্দর কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে স্টেকহোল্ডারদের মতামত গ্রহণ ও আলোচনার পর সিদ্ধান্ত হবে। তাই ব্যবসায়ী মহলের মধ্যে ধারণা ছিল বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। চিঠিতে আরও বলা হয়, ঘোষিত নতুন ট্যারিফে গড়ে প্রায় ৭০ শতাংশ হারে মূল্যবৃদ্ধি করা হয়েছে, যা অতিরিক্ত এবং অযৌক্তিক। চট্টগ্রাম...