রাজশাহীর তানোরে টিভি নেটওয়ার্ক সংযোগ নিয়ে দ্বন্দ্বের জেরে পুলিশের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে। এতে এক এএসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে থানা গেটের সামনে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত এক বিএনপি নেতা নিজের লোকজন দিয়ে ‘মব’ তৈরি করে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। ঘটনাস্থল থেকে জুবায়ের আলী, ইলিয়াস ও জাকির নামে তিনজনকে আটক করে পুলিশ। এরমধ্যে ইলিয়াস ও জাকিরকে ছাড়িয়ে নিয়েছেন বহিষ্কৃত নেতা মিজানুর রহমান। তিনি (মিজান) বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের প্রোপাইটর। পুলিশ জুবায়েরকে হেফাজতে নিয়েছে। তিনি বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তানোরের কন্দপুর গ্রামের মোকলেছ আলী দীর্ঘদিন ধরে কেবল টিভি নেটওয়ার্কের ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি কৃষক দলের ওয়ার্ড সভাপতিও। ওই এলাকায় মিজানুর রহমানের বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি...