দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন। শনিবার (২০ সেপ্টেম্বর) এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে সম্মেলনকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে।দীর্ঘদিন পর সম্মেলন অনুষ্ঠিত হতে চলায় তৃণমূল থেকে শীর্ষ পর্যন্ত নেতাদের মধ্যে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রশ্নে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে। উদ্বোধক হিসেবে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সম্মেলন শুরু হবে সকাল ১১ টায়। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম। প্রধান বক্তা বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। অতিথি সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী...