পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এখন ঢাকায়। সানসিল্কের আমন্ত্রণে গত ১৮ সেপ্টেম্বর রাতে তিনি ঢাকায় আসেন। এরপর থেকেই ভক্তদের কৌতূহল ছিল—কোথায় দেখা যাবে তাকে? সেই প্রশ্নের উত্তর মিলল শুক্রবার (১৯ সেপ্টেম্বর)। এদিন পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা আহসান মঞ্জিলের সামনে দেখা যায় হানিয়াকে। জানা গেছে, সানসিল্কের একটি বিশেষ ক্যাম্পেইনে অংশ নিতেই সেখানে হাজির হয়েছিলেন তিনি। তবে শুধু ক্যাম্পেইন নয়, ঢাকার সংস্কৃতি ও স্বাদের সঙ্গেও নিজের পরিচয় করালেন এই তারকা। আহসান মঞ্জিলের সামনে দাঁড়িয়ে ঢাকার জনপ্রিয় স্ট্রিটফুড ঝালমুড়ি খেতে দেখা যায় হানিয়াকে। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশি জনপ্রিয় ফুডভ্লগার রাফসান দ্য ছোটভাই। শুধু তাই নয়, ঝালমুড়ি খাওয়ার মুহূর্তটিকে ঘিরে জমে ওঠে আলাপ-আলোচনা। কিছু ভিডিও ক্লিপও দেখা গেছে ইনস্টাগ্রামে। নিজের ইনস্টাগ্রামে একসঙ্গে অন্তত ১৬টি ছবি পোস্ট করেন হানিয়া। ক্যাপশনে তিনি লিখেন, “ব্রেকাপ...