আসন্ন ৯৮তম অস্কারে ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগের জন্য ভারত থেকে অফিশিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হলো নীরজ ঘাইওয়ানের ‘হোমবাউন্ড’। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কলকাতায় ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট ফিরদাউসুল হাসান এই সিনেমার নাম ঘোষণা করেন। উত্তর ভারতের এক গ্রামে বেড়ে ওঠা দুই শৈশববন্ধুর পুলিশে চাকরি পাওয়ার স্বপ্নকে ঘিরে নির্মিত এই ছবিতে দেখা যাবে বন্ধুত্ব, স্বপ্ন আর হতাশার টানাপোড়েন। ছবিটির কাহিনি অনুপ্রাণিত কাশ্মীরি সাংবাদিক বশারত পীরের লেখা একটি প্রবন্ধ থেকে— টেকিং অমৃত হোম (বর্তমানে এ ফ্রেন্ডশিপ, এ প্যানডেমিক অ্যান্ড এ ডেথ বিসাইড দ্য হাইওয়ে নামে প্রকাশিত), যা ২০২০ সালে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছিল। ‘হোমবাউন্ড’ এর বিশ্বপ্রিমিয়ার চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে, ‘আ সাঁর্তে রিগার্ড’ বিভাগে। ঘাইওয়ানের প্রথম ছবি মাসান (২০১৫) একই বিভাগে প্রদর্শিত হয়েছিল এবং পুরস্কারও জিতেছিল। কান উৎসবে নয়...