নাফিউল ইসলাম জীবন : দীর্ঘ ৩৫ বছর পর প্রশাসন শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে দিচ্ছে। এতে শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বসিত। তাদের মধ্যে আমাদের প্যানেল সম্পর্কে ইতিবাচক ধারণা রয়েছে। আমরা আশাবাদী ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল বিপুল ভোটে জয়লাভ করবে। জিএস প্রার্থী হিসাবে কাকে শক্ত প্রতিদ্বন্দ্বী ভাবছেন-এমন প্রশ্নে জীবন বলেন, ‘এ সিদ্ধান্ত হবে ব্যালটের মাধ্যমে। শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করবেন তাকেই বেছে নেবেন।’ শিক্ষার্থীরা এ পদে আপনাকে কেন বেছে নেবেন? উত্তরে এ ছাত্রদল নেতা বলেন, শিক্ষার্থীরা দেখবে ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, যৌক্তিক দাবি আদায়ের জন্য কে সংগ্রাম করছে। তাদের সঙ্গে কে ছিল, ভবিষ্যতে কে থাকবে। সুষ্ঠু নির্বাচন ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জীবন বলেন, ‘আমরা চাই প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করুক। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হলে শিক্ষার্থীরা আস্থা নিয়ে ভোট দেবে, সেটাই সুষ্ঠু নির্বাচনের প্রধান শর্ত।’...