কর্মসংস্থান, শিক্ষা, নিরাপত্তা কিংবা রাজনৈতিক আশ্রয়ের কারণে মানুষ এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে। বিশ্বায়নের কালে অভিবাসন আসলে এক অবশ্যম্ভাবী বাস্তবতা। তবে ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলোতে সম্প্রতি অভিবাসনকে ঘিরে তীব্র বিতর্ক ও আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠেছে। একদিকে মানবিক কারণে শরণার্থী গ্রহণের দাবি, অন্যদিকে স্থানীয় জনগণের নিরাপত্তা, সাংস্কৃতিক পরিচয় ও অর্থনৈতিক প্রতিযোগিতার কারণে আন্দোলন গড়ে উঠছে। সামগ্রিক অভিবাসনবিরোধী মনোভাবের সঙ্গে যুক্ত হয়েছে ধর্মীয় প্রভাবও। পশ্চিমা বিশ্ব ঐতিহাসিকভাবে খ্রিস্টীয় সভ্যতা, মানবাধিকার ও গণতন্ত্রের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। তবে মুসলিম সম্প্রদায়ের মানুষের অভিবাসন বৃদ্ধি, সন্ত্রাসী হামলার আশঙ্কা ও সাংস্কৃতিক দ্বন্দ্বের কারণে পাশ্চাত্যে মুসলিমবিরোধী আন্দোলন ও মনোভাব দিন দিন বাড়ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্যান্য ধর্মের মানুষের পাশাপাশি এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে আসা বিপুলসংখ্যক মুসলিম অভিবাসীকে যুক্তরাজ্য আশ্রয় দেয়। লন্ডন,...