ভারতের শাসক দল বিজেপির বিরুদ্ধে ‘ভোটচুরি’র অভিযোগ করার পর রাহুল গান্ধী এবার নরেন্দ্র মোদি সরকারকে হটাতে তরুণ ভোটার ও ‘জেন-জি’দের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে লোকসভায় বিরোধী দল নেতা রাহুল এ আহ্বান জানান। এ পোস্টের পালটা জবাবে বিজেপি বলেছে, বাংলাদেশ ও নেপালের মতো পরিস্থিতি ভারতেও তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে কংগ্রেস। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, শুধু ভোটার তালিকায় গোলমাল নয়, ভোটার তালিকা থেকে এবার বেছে বেছে কংগ্রেস সমর্থক, দলিত-আদিবাসী ভোটারদের ভোট মুছে দেওয়া হচ্ছে। তাই সংবিধান রক্ষা এবং ‘ভোটচুরি’ রোধে ভারতের জেন-জিকে নির্ণায়ক ভূমিকা পালনের আহ্বান জানান রাহুল। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, দেশের যুব, ছাত্রছাত্রী এবং জেন-জি সংবিধান রক্ষা করবে, গণতন্ত্রকে বাঁচাবে এবং ভোটচুরি রুখবে। আমি সব সময় তাদের পাশে থাকব।...