খুলনায় রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে প্লট আকারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জোড়াগেট মন্টুর কলোনি এলাকায় শুধু প্লট বিক্রিই নয়, এসব জমিতে ঘর তুলে বসবাস করা এবং অন্যের ঘর দখল করে ভাড়া আদায়ের ঘটনাও ঘটছে। গেল বছর গণ-অভ্যুত্থানের পর এ অপকর্ম নতুন মাত্রা পেয়েছে বলে জানা গেছে। তবে দখল বাণিজ্যের এ কাজে স্থানীয় বিএনপি পরিচয়ধারী কতিপয় নেতার নাম জড়িত থাকায় ভয়ে মুখ খুলছে না কেউ। অনুসন্ধানে জানা যায়, জোড়াগেট মন্টুর কলোনি এলাকার মৌজা বানিয়া খামার, জেএল নং-৩, দাগ ১৫০১-এর আওতাধীন রেলওয়ের জমি অবৈধভাবে বিক্রি হচ্ছে। ৩০ থেকে ৪০ হাত পরিমাণের প্রতিটি প্লট বিক্রি হচ্ছে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকায়। ইতোমধ্যে মো. জাহিদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম এবং মুজগুন্নি এলাকার আলমগীর নামে তিনজন ক্রেতা তিনটি প্লট দখল করেছেন।...