ইসরায়েলি সামরিক বাহিনীর তীব্র বিমান হামলা ও স্থল অভিযান থেকে মুক্তি মেলেনি গাজা সিটির সাধারণ মানুষদের। গত ছয় মাসে প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার পাশাপাশি লাখো মানুষ বাস্তুচ্যুত ও মানবিক বিপর্যয়ের শিকার হয়েছেন। বিশ্ব মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া প্রতিনিধি ড. সাজিদা হোসেন বলেন, “গাজায় যে ধ্বংসযজ্ঞ চলছে তা মানবতাবিরোধী অপরাধের মাত্রা পৌঁছেছে। বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। চিকিৎসা কেন্দ্র, স্কুল, আশ্রয়কেন্দ্র এমনকি পানীয় জলের উৎসেও হামলা হচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক চাপ প্রয়োজন।” ব্রিটিশ পিস ইনস্টিটিউটের বিশ্লেষক জনাথন মিলার বলেন, “যুদ্ধের শিকার হচ্ছেন নিরীহ মানুষ। গাজা সিটিতে স্থল অভিযান ও বোমাবর্ষণ তীব্র হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তৎপর হতে না পারলে আরও ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হবে।”...