সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন না হলে দেশ মৌলবাদ ও তালেবানী নিয়ন্ত্রণে চলে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দলটির ত্রয়োদশ কংগ্রেসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বিগত ৩ নির্বাচনে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি জানিয়ে সিপিবির সভাপতি বলেন, সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন না হলে এ দেশ মৌলবাদ ও তালেবানী নিয়ন্ত্রণে চলে যাবে। ডাকসু ও জাকসু নির্বাচন এরইমধ্যে এটি প্রমাণ করেছে।শাহ আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৫ আগস্টের পরে বিতর্কিত কিছু দাবি উত্থাপন করায় জাতীয় ঐক্যে বিভেদ সৃষ্টি হয়েছে।তিনি বলেন, আগস্টের আগে শেখ হাসিনা ছিল বাংলাদেশের গণতন্ত্রের শত্রু। আর ’৭১- এর চেতনা যারা মুছে ফেলতে চায়, ’৭২- এর সংবিধান যারা বাতিল করতে চায়, জাতীয় সংগীত পরিবর্তন করতে চায়, জাতীয় ৪ নীতি বাতিল করতে...