সংশ্লিষ্ট সূত্রমতে, ভারতের পূর্ব-উত্তর প্রদেশ ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে বিহার পর্যন্ত একটি ঘূর্ণাবর্তের কারণে উত্তরবঙ্গের আকাশে বিপুল পরিমাণ জলীয়বাষ্পের আগমন ঘটেছে। এরই ফলস্বরূপ গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার বাংলাদেশের পঞ্চগড়, নীলফামারীসহ ভারতের বিভিন্ন জেলায় অতিভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাতভর বৃষ্টির মুখোমুখি হয়েছে বাংলাদেশের পঞ্চগড় এবং ভারতের জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহার। সকাল থেকেও আকাশ মেঘে ঢাকা। সকাল ৯টার পর বৃষ্টিতে ভিজছে বিভিন্ন এলাকা। এদিকে অতিভারী বৃষ্টির জেরে উজানের ঢলে তিস্তা নদীর প্রবল স্রোত ও দিক পরিবর্তনে ডিমলার ঝুনাগাছচাঁপানী ইউনিয়নের ভে-াবাড়ী নামক স্থানে ডানতীরের প্রধান বাঁধ ও ১৪০ ফুট দীর্ঘ একটি স্পার বাঁধ ঝুঁকির মধ্যে পড়েছে। সেখানে ভাঙনরোধে নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জরুরিভিত্তিতে জিও ব্যাগ ফেলছে। সচেতন মহল বলছে, অতিভারী বৃষ্টির দুর্যোগ পুরো এলাকাকে ঝুঁকির...