মিতুলের ইচ্ছে হলো একটা ছবি আঁকার। কিন্তু কীসের ছবি আঁকা যায়, কীসের ছবি? ভাবতে লাগল সে। একবার বিছানায় গড়াগড়ি খায়, একবার উঠে বসে তবুও যদি কিছু একটা মাথায় আসে! অনেকক্ষণ চিন্তা করল– ‘ধুর, মাথায় কিচ্ছু আসছে না।’ তার ইচ্ছে, আজ নতুন কিছুর ছবি আঁকবে। নতুন কিছু, নতুন কিছু, কিন্তু সেই নতুন কিছুটা কী? মিতুল ভেবে পায় না। হঠাৎ সে খেয়াল করল, কানের কাছ দিয়ে কী যেন ভোঁ করে উড়ে গেল। একটু ভালো করে খেয়াল করেই বুঝল– আরে, এ তো মশা! হঠাৎ মাথায় বুদ্ধি এলো, ঠিক করল, আজ মশার ছবি আঁকবে! মশাটার ইচ্ছা ছিল বোধহয় মিতুলের গালে বা হাতে কামড়ে দেওয়ার। মশাটার নড়ন-চড়ন দেখেই মিতুল বুঝল, লক্ষণ ভালো নয়। সে জোরে বলে উঠল, ‘এই মশা, এই।’ বেশ বিরক্ত হলো মশা। বলল,...