শেখার শেষ নেই এ কথা শুনছি এবং বলছিও আমরা বহুদিন ধরে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি দেখে মনে হতে পারে, শেখার মনে হয় শুরুও নেই। এত আন্দোলন, এত রক্তদান তারপরও কেন দুর্নীতি, দুঃশাসন বন্ধ করা যাচ্ছে না? সুষ্ঠু নির্বাচনের পথ বের করা যাচ্ছে না? এমন প্রশ্ন তাড়া করছে বারবার। স্বাভাবিক পথে ক্ষমতাসীনরা ক্ষমতা হস্তান্তর করেন না বা জনগণের দাবিতে কর্ণপাত করেন না। যে কারণে জনগণকে শুধু রাজপথে দাবি জানালেই চলে না, মাঝে মাঝে অভ্যুত্থানের মতো ঘটনায় আলোড়িত হয় সমাজ এবং দেশ। আরবের দেশগুলোর দীর্ঘদিনের চেপে থাকা শাসকদের সরাতে, আরব বসন্তের মতো আন্দোলনের ঢেউ উঠেছিল। শুরু হয়েছিল, তিউনিশিয়ায়। পরবর্তী সময়ে তা ছড়িয়ে পড়েছিল দেশে দেশে। কিন্তু এরপর যারা ক্ষমতায় এলেন, তারা জনগণের জীবন ও রক্তের ঋণ তো শোধ করলেনই না বরং পুরনো পথে...