আল্লাহ সবসময় ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই ‘সঙ্গে থাকা’ বিশেষ ধরনের সাহচর্যকে বোঝায়। মহান আল্লাহ আরশের ওপর থেকে ধৈর্যশীল বান্দাকে সাহায্য-সহযোগিতা করার মাধ্যমে তার সঙ্গে রয়েছেন বলে বুঝে নিতে হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আর তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন।’ (সুরা আনফাল ৪৬) মহান আল্লাহর এই সার্বক্ষণিক সঙ্গ ও সান্নিধ্যের সুবাদে ধৈর্যশীলরা ইহকাল ও পরকালের প্রভূত কল্যাণ অর্জন করে এবং তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নেয়ামতরাজি লাভে ধন্য হয়। এ বিষয়ে বিস্তারিত বিবরণী উল্লেখ করা হলো। কষ্টের পর সুখ : পৃথিবীতে যারা সুন্দর জীবন গড়েছে, তারা ধৈর্যের মাধ্যমেই তা করতে পেরেছে। অনেকে ধৈর্যের মাধ্যমে সাফল্যের সর্বোচ্চ শিখরেও আরোহণ করতে সক্ষম হয়েছেন। এ ধরনের ব্যক্তি যেমন দুঃসময়ে ধৈর্যধারণ করে, তেমনি সুসময় এলে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে। ধৈর্যধারণ...