২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর পুনরায় আফগানিস্তানে ক্ষমতায় আসীন হয় তালেবানরা। সরকার গঠনের পর তালেবানরা নিজেদের অতীত থেকে বেরিয়ে এসে বিভিন্ন পালাবদলের আশা দেখিয়েছিল। এমনকি তালেবান নেতাদের কথায়ও সেই লক্ষণ দেখা যাচ্ছিল। চার বছর পর তালেবানদের ক্ষমতা আরও দৃঢ় হয়েছে। জার্মানিসহ কিছু সরকার কাবুলের সরকারের সঙ্গে কার্যত সরাসরি সম্পর্ক স্থাপন করছে। রাশিয়া চলতি বছর জুলাইয়ে প্রথম দেশ হিসেবে তালেবানদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। কিন্তু দিন যত গড়াচ্ছে, ততই খোলস ছেড়ে বেরিয়ে আসছে সেই পুরনো তালেবানই। ক্ষমতা দখলের পর থেকে একের পর এক বিধিনিষেধ আরোপ করে চলেছে তালেবান প্রশাসন। যার সর্বশেষ সংযোজন আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারী লেখকদের বই নিষিদ্ধের একটি নির্দেশনা। তালেবান সরকার নতুন একটি নির্দেশ জারি করেছে; তাতে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম থেকে নারীদের লেখা বই বাদ দেওয়া হয়েছে। সেইসঙ্গে মানবাধিকার এবং...