পূজার দিনগুলোতে সবাই নিজেকে আকর্ষণীয় করে তুলতে চায়। নতুন নতুন জামাকাপড়ের সঙ্গে চাই মানানসই সাজ। কয়েকটি বিষয় মাথায় রাখলেই পূজায় হয়ে উঠতে পারেন আকর্ষণীয়। কোন ধরনের পোশাকের সঙ্গে প্রয়োজন কোন ধরনের মেকআপ চলুন জেনে নেওয়া যাক । রূপবিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে পোশাকের সঙ্গে মানানসই মেকআপের খুঁটিনাটি জানালেন মোহসীনা লাইজু পূজায় দিনের মেকআপ করতে গিয়ে শুরুতেই ত্বক ভালো করে পরিষ্কার করে নিন। ত্বকের ধরনের সঙ্গে মিলিয়ে মুখে, ঘাড়ে, গলায় ফাউন্ডেশন লাগিয়ে নিন। আর এরপর হালকা ফেস পাউডার লাগিয়ে দিন। চোখের ওপরের পাতায় আই লাইনার লাগিয়ে নিন আর ইচ্ছা হলে পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে আইশ্যাডো ব্যবহার করতে পারেন। পোশাকের সঙ্গে ম্যাচ করে লিপস্টিক বা লিপগ্লস হলেই সকালের সাজ কমপ্লিট। পূজায় যদি সকালে বাইরে যান, তাহলে হালকা মেকআপই ভালো। সে ক্ষেত্রে রোদে ঘেমে...