এসএম বদরুল আলমঃটাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা (নায়েব) মো. ফরহাদ আলীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সেবা নিতে আসা সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হচ্ছে এবং প্রতিবাদ করলে হয়রানি ও হুমকির মুখে পড়তে হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত সেবার প্রতিটি ধাপে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। নামজারি, জমাভাগ, খাজনা আদায়, জমির পর্চা উত্তোলনসহ যেকোনো কাজে সরকারি নির্ধারিত ফি’র বাইরেও মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। চুক্তি অনুযায়ী অর্থ প্রদান না করলে সেবা প্রত্যাশীরা দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। অভিযোগ রয়েছে, অর্থ আদায়ের পাশাপাশি গ্রাহকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানিও করছেন ফরহাদ আলী। গত ১২ আগস্ট এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্থানীয় ২৮ জন বাসিন্দার স্বাক্ষর সংযুক্ত...