বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান বলেছেন, একটি রাজনৈতিক দল দীর্ঘ ১৭ বছর শোষণ-নির্যাতনের পর শেষ পর্যন্ত দেশ থেকে পালিয়ে গেছে, এটা কিন্তু আমাদের জন্য একটা শিক্ষা। এই শিক্ষাটা প্রমাণ করতে হবে যে, আমরা পালিয়ে যাওয়া দল নয়, আমরা জনগণের দল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে জনগণকে ভালোবাসেন, আপনাদেরও জনগণকে সেইভাবে ভালোবাসতে হবে।বেগম খালেদা জিয়া এখন অসুস্থ, আশির ওপরে বয়স, উনার পক্ষে এখন আগের মতো কাজ করা সম্ভব নয়।তাই আপনাদের প্রত্যেককে প্রতিজ্ঞা করতে হবে, আপনারা একেকজনকে খালেদা জিয়া হয়ে কাজ করতে হবে, মানুষের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। তাহলেই আগামীতে অবাধ-নিরপেক্ষ ও সুস্থ নির্বাচনে আমরা জনগণের দল হিসেবে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করতে পারব।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নোয়াখালী জেলা শহরের রশীদ...