সুদানের দারফুরের এল-ফাশার শহরের একটি মসজিদে ফজরের নামাজ আদায়কালে মুসল্লিদের ওপর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭৮ জন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।দেশটির স্থানীয় হাসপাতালের এক জ্যেষ্ঠ চিকিৎসকের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।এ হামলার জন্য দায়ী করা হয়েছে আধাসামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে। তবে গোষ্ঠীটি এখনও এ হামলার দায় স্বীকার করেনি।প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোরে মসজিদে মুসল্লিরা ফজরের নামাজ আদায়কালে হঠাৎ ড্রোন হামলা হয়। এতে ৭৮ মুসল্লি নিহত ও অনেকে আহত হয়েছেন।চিকিৎসা সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকের মরদেহ আটকে থাকতে পারে। ঘটনাস্থল থেকে উদ্ধার কাজ এখনও চলছে।বার্তাবাজার/এমএইচ সুদানের দারফুরের এল-ফাশার শহরের একটি মসজিদে ফজরের নামাজ আদায়কালে মুসল্লিদের ওপর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭৮ জন মুসল্লি...