ঢাকা:কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব ও ককটেল বিস্ফোরণের অভিযোগে গ্রেপ্তার তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রধান ও গাজীপুরের কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এসএম আশরাফুল আলম আসকরকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন। এদিন এসএম আশরাফুলকে আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে গ্রেপ্তার রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম। পরে আসামিপক্ষে আইনজীবী জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে ফার্মগেট এলাকা থেকে আশরাফুল আলম আসকরকে গ্রেপ্তার করে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ার ২/এ পার্ক টাউন রেস্টুরেন্টের সামনে নিষিদ্ধঘোষিত সংগঠন...