শোষণ ও বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেস শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উদ্বোধন করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন করেন সিপিবির সভাপতি শাহ আলম ও দলীয় পতাকা উত্তোলন করেন সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেস আহ্বায়ক, প্রস্তুতি কমিটির চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সারা দেশ থেকে আগত প্রতিনিধি, পর্যবেক্ষক ও ঢাকার আশপাশের জেলা থেকে আসা সদস্য ও শুভানুধ্যায়ীরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে সাংস্কৃতিক উপ-পরিষদ। অনুষ্ঠানের শুরুতে জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন ঘটনা এবং দেশে-বিদেশে নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। সিপিবির কংগ্রেসে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের শুভেচ্ছাবার্তা পাঠ করেন ত্রয়োদশ কংগ্রেসের আন্তর্জাতিক উপ-পরিষদের আহ্বায়ক মানবেন্দ্র দেব।...