সম্প্রতি এক টিনএজার আত্মহত্যার ঘটনার পর কম বয়সী ব্যবহারকারীদের জন্য এআই ব্যবহারে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর পরিকল্পনা ঘোষণা করছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। এ নতুন ব্যবস্থায় কোম্পানিটি তাদের টিনএজার ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে এদের চ্যাটজিপিটি ব্যবহারে কিছু নিয়ন্ত্রণ আনবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। ওপেনএআই সূত্র জানিয়েছেন, নতুন ব্যবস্থায় বয়স অনুসারে নীতিমালা থাকবে, যার মধ্যে গ্রাফিক যৌনতাপূর্ণ কনটেন্ট বা ‘অশ্লীল’ ও ‘আপত্তিকর’ কনটেন্ট ব্লক করবে কোম্পানিটি। ‘চরম বিপদের সময়’ এ সিস্টেমের এমন সক্ষমতাও থাকবে, যেখানে কোম্পানিটি প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। আবার যেসব ক্ষেত্রে চ্যাটজিপিটি ব্যবহারকারীর বয়স নির্ভরযোগ্যভাবে অনুমান করতে পারবে না সেসব ব্যবহারকারীদেরও এ নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যেই রাখবে ওপেনএআই। তবে প্রাপ্তবয়স্ক বা ১৮+ ব্যবহারকারীদের জন্য বয়স যাচাইয়ের সুযোগ দেবে কোম্পানিটি,...