পড়ালেখার পাঠ চুকলেই জীবিকা নিয়ে শঙ্কায় পড়ে যাই আমরা। কি করবো, কীভাবে জীবন পরিচালনা করবো- তা নিয়ে একধরনের অনিশ্চয়তা কাজ করে। অন্যদিকে কারও যদি উচ্চতর ডিগ্রি থাকে তাহলে তারা চাইলেই যেকোনো কাজে উৎসাহ সঞ্চয় করতে পারেন না। সামাজিক নানা ট্যাবু ঘিরে ধরে তাদের। তবে এবার এসবের ব্যত্যয় ঘটালেন চীনের পিএইচডি ডিগ্রিধারী এক দম্পতি। বেলজিয়ামে পিএইচডি শেষ করেই খুলে বসেছেন নুডলসের দোকান। আয় করছেন হাজার হাজার ডলার। স্বামী ডিং দেশেই ডক্টরেট শেষ করেন। চলে যান বেলজিয়ামে। সেখানে মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনে পোস্টডক্টরাল গবেষণা করেন। এ বিষয়ে অন্তত ৩০টি গবেষণাপত্রও প্রকাশ করেছেন তিনি। স্ত্রী ওয়াংয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই পরিচিত হন ডিং। এরপর ২০১৫ সালে তাদের বিয়ে হয়। বসবাস শুরু করেন বেলজিয়ামে। সেখানেই তাদের প্রথম সন্তানের জন্ম হয়। গবেষণার বাইরে স্থিতিশীল...