জানা গেছে, অ্যাডভোকেট মো. ফজলুর রহমান চরম দুর্দিনে ২০০৭ সালের দিকে বিএনপিতে যোগদান করেন এবং প্রায় ৮ বছর কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। এ সময় তিনি পতিত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে দুবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে রাষ্ট্রযন্ত্র এবং প্রতিপক্ষ দলের বিভিন্ন নির্যাতনের শিকার হন। এমনকি ওই আসনে তার প্রতিপক্ষ তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও সরকারের রোষানলে পড়ে রাষ্ট্রদ্রোহিতা মামলার আসামি হয়ে দীর্ঘ দিন দেশান্তরি থাকতে বাধ্য হন। প্রকৃতপক্ষে ছাত্র-জনতার জুলাই আন্দোলনের পর থেকে এলাকার বিপুল জনপ্রিয় নেতা ফজলুর রহমান নিজ নির্বাচনি এলাকায় প্রকাশ্যে সভা-সমাবেশের সুযোগ পান এবং তার এসব সভা-সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামতে শুরু করে। এসব সভা-সমাবেশ এবং গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুক্তিযুদ্ধের...