এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে অপরাজিত থেকেই সুপার ফোরে খেলতে যাচ্ছে ভারত। শেষ ম্যাচে ওমানকে তারা ২১ রানে হারিয়েছে। তাতে ‘এ’ গ্রুপের ৩ ম্যাচেই জিতেছে সূর্যকুমার যাদবের দল। অবশ্য ১৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ওমান কিন্তু পাল্টা লড়াইয়ে জবাব দেওয়ার চেষ্টা করেছিল। একপেশে ম্যাচ হতে দেয়নি। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে থেমেছে ১৬৭ রানে। শুরুটা ধীর গতির না হলে ভিন্ন চিত্র হতে পারতো ওমানের। ওপেনিংয়ে ৫৬ রান যোগ করে ওমান। ৮.৩ ওভারে অধিনায়ক জাতিন্দর সিং ওয়ানডে মেজাজে ৩২ রান করে আউট হলে ভাঙে জুটি। তার পর মূলত ঝড়ো জুটি উপহার দেন আমির কলিম ও হাম্মাদ মির্জা। এই জুটি-ই চাপ তৈরি করছিল। তাদের ব্যাটে ১৭.৪ ওভারে স্কোর দাঁড়ায় ১৪৯। ৫৫ বলে ৯৩ রান যোগ করেন তারা। দলের ১৪৯ রানে কলিম ৪৬...