জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ৮টায় উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রামে প্রতিবেশীর বাড়ির গোয়াল ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাসনিয়া খাতুন নামের ১০ বছরের শিশুটি একই গ্রামের এরশাদুল ইসলামের মেয়ে। সে স্থানী সানরাইজ কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, বুধবার বাড়ি থেকে নিখোঁজ হয় তাসনিয়া। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও শিশুটিকে পাননি তার পরিবারের সদস্যরা। শুক্রবার রাতে প্রতিবেশী একরামুল ইসলামের বাড়ির গোয়ালঘরে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনা জানার পর একরামুল পালিয়ে যান। তবে গ্রামবাসী ওই বাড়ির এক নারীকে আটক করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়। ক্ষেতলাল...