শুক্রবার সন্ধ্যায় সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম সুমাইয়া আক্তার (২২)। তার সন্তানের নাম হুজাইফা (৪)। রক্তাক্ত অবস্থায় একটি ঘরে হুজাইফার লাশ পড়ে ছিল। আরেক ঘরে ঝুলছিল মায়ের লাশ। সুমাইয়ার স্বামীর নাম রমজান মুন্সী। ২০২০ সালে তাদের বিয়ে হয়। রমজান কয়েক বছর সিঙ্গাপুরে ছিলেন। দেশে ফেরেন দুই বছর আগে। তিনি অন্য দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রমজানের বাবা মোতালেব মুন্সি বলেন, ঘটনার সময় তিনি বাড়ির পাশে ঘাস কাটছিলেন। হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে তিনি বাড়িতে আসেন। অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “সুমাইয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে। আর গলাকাটা অবস্থায়...