সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দীন খানকে সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটা নতুন খবর নয়। এটা সংস্কৃতিজনের জানা হয়ে গেছে, অতিরিক্ত সচিব তার ওপর অর্পিত মন্ত্রণালয়ের দায়িত্বের ‘অতিরিক্ত দায়িত্ব’ হিসেবে মহাপরিচালকের এই দায়িত্ব পালন করবেন বলে বলা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি একটি স্বায়ত্তশাসিত জাতীয় প্রতিষ্ঠান, যা সারাদেশের শিল্প-সংস্কৃতির প্রতিনিধিত্ব করে—সেটি পরিচালনা করবেন একজন সচিব তার মূল কাজের বাইরে অতিরিক্ত কাজ হিসেবে! অর্থাৎ বাংলাদেশের শিল্প-সংস্কৃতির চর্চা মূলধারার বাইরের অতিরিক্ত কোনো বিষয়? এর মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আমাদের কী বার্তা প্রদান করল? রাষ্ট্রের চোখে শিল্প-সংস্কৃতি মূল ধারার কোনো বিষয় নয়, বরং ‘অতিরিক্ত’ বা ‘অবান্তর’ কোনো বিষয়? এর আগে শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ পদত্যাগ করেছিলেন মন্ত্রণালয় তথা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অযাচিত...