সংস্কারবিহীন নির্বাচন জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, বিশেষ একটি দলের কারণে সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নগরীর রেজিস্ট্রারি মাঠে জুলাই সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. এ এইচ এম হামিদুর রহমান বলেন, সংস্কার জামায়াতের দলীয় এজেন্ডা নয়, সংস্কার জনগণের আকাঙ্ক্ষা। নির্বাচন বানচাল আমরা করতে চাই না। যারা সংস্কারকে বাধাগ্রস্ত করছে আর পিআর চায় না তারাই প্রকৃতপক্ষে নির্বাচন বানচাল করতে চায়। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত...