রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস খবর পায় যে একটি নয়তলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ‘কিসমি’ নামের রেস্তোরাঁয় আগুন লেগেছে। খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত সেখানে যায় এবং রাত ১২টা ৪৪ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শাহজাহান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১২টা ২৫ মিনিটে তাকওয়া হাসপাতালের পাশের একটি ৯...