মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে হালাল পণ্য মেলা ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস’ (এমআইএইচএএস)। এবারের ২১তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় বুধ থেকে শুক্রবার পর্যন্ত চার দিনব্যাপী মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে এবারের মেলা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক-১ বেবী রাণী কর্মকার এবং ভারপ্রাপ্ত হাই কমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। এবার বাংলাদেশের প্যাভিলিয়ন স্থাপন করেছে ‘রপ্তানি উন্নয়ন ব্যুরো’ (ইপিবি)। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের সমন্বয়ে বাংলাদেশের আটটি শিল্পপ্রতিষ্ঠান ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এতে অংশ নিচ্ছে। বাংলাদেশি প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে তৈরি পোশাক, সিরামিকস, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক সামগ্রী, ওষুধ, খাদ্য ও পানীয়সহ বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য। পাশাপাশি এসব পণ্য সম্পর্কে তথ্যচিত্র প্রদর্শন এবং প্রচারসামগ্রীও দর্শকদের মাঝে বিতরণ করা হচ্ছে। বাংলাদেশ থেকে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো...