২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার উজানের পানি কমে গেলেও ভাটি অঞ্চলে বন্যার পরিস্থিতির অবনতি ঘটছে। এদিকে পাহাড়ি ঢলের পানিতে ভেসে যাওয়া দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে সিরাজগঞ্জে আশ্বিন মাসেও দ্রুত বাড়ছে যমুনা নদীর পানি, এতে শঙ্কায় পড়েছেন চরাঞ্চলের কৃষকেরা। শেরপুর জেলা সংবাদদাতা জানান, গত বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতীর মহারশি নদীর বাঁধ ভেঙে উপজেলা সদর বাজার ও আশপাশের নি¤œাঞ্চল প্লাবিত হয়। প্রবল পানির তোড়ে নদীর তীরবর্তী অন্তত ১০-১২টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখিনুজ্জামান জানান, চেল্লাখালি নদীর পানি বিপদসীমার ১২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও রাতে বৃষ্টি না থাকায় পানি কমতে শুরু করেছে। এদিকে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঝিনাইগাতীর ডাকাবর...