২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ভারতে হায়দারাবাদের লাকদিকাপুলের ৩১ বছর বয়সী হানা আহমেদ খানের রূপকথার বিয়ে এখন দু:স্বপ্নে পরিণত হয়েছে। তার মার্কিন পুলিশ কর্মকর্তা স্বামী তাকে হায়দ্রাবাদে পরিত্যাগ করে তার পাসপোর্ট, গ্রিন কার্ড এবং গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে আমেরিকায় পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছে তিনি। এখন শিকাগো পুলিশ এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের পুরো ঘটনাটি জানিয়েছেন হানা। এবং দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন। বছর দুয়েক আগে আমেরিকা-নিবাসী মোহাম্মদ জৈন উদ্দিনের সঙ্গে বিয়ে হয়েছিল হায়দরাবাদের বাসিন্দা হানার। তাকে বিয়ের কিছু দিন পরেই শিকাগোয় ফিরে যান তাঁর জৈন। হানার অভিযোগ, এরপর দু’বছর কেটে গেলেও তাঁকে আমেরিকায় নিয়ে যাওয়ার কথা মুখেও আনেননি জৈন। বহু চেষ্টার পর গত বছরের ১৭ ফেব্রুয়ারি আমেরিকায় যান হানা।...