২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম আসন্ন সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশকে পদক পুনরুদ্ধারের প্রত্যয় নিয়ে বাংলাদেশে এসেছেন ভলিবলের জাপানি কোচ রায়ান মাসাজেদি। বৃহস্পতিবার গভীর রাতে তিনি ঢাকায় এসে পৌঁছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কোচকে অভ্যর্থনা জানান বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি মাছুদুল আলম এবং অন্যান্য কর্মকর্তারা। বাংলাদেশ জাতীয় ভলিবল দলের সাবেক ইরানি কোচ আলিপোর আরজির স্থলাভিষিক্ত হলেন ইরানি বংশোদ্ভুত জাপানি কোচ রায়ান মাসাজেদি। বাংলাদেশের প্রত্যাশা পূরণে চেষ্টা করবেন বলে জানান মাসাজেদি, ‘এখানে আসার আগে বাংলাদেশ সম্পর্কে আমি জেনেছি। তাদের প্রত্যাশাও আমার জানা। তাই আমি চেষ্টা করব, তাদের পদক পুনরুদ্ধারের সেই স্বপ্ন বাস্তবায়নে।’ ভলিবল ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক বিমল ঘোষ বলেন, ‘শুরুতে আমরা আলিপোর আরজির সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনিও আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু শেষ...