জুলাই অভ্যুত্থানে হামলাকারী রাজশাহীর এক দুর্ধর্ষ ছাত্রলীগ ক্যাডারের প্রকাশ্যে পিস্তল নাড়াচাড়ার একটি ছবি ভাইরাল হওয়ায় শুরু হয়েছে তোলপাড়। গত কয়েক দিন থেকে মহানগর ছাত্রলীগের সাবেক মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপসম্পাদক ইয়াসির আরাফাত আপনের এ ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এ দুর্ধর্ষ এ ক্যাডার এখনও আসেননি। এ ঘটনায় জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। অস্ত্র উদ্ধারের পাশিাপাশি তাকে দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে। ইয়াসির আরাফাত আপন ছিলেন ২০২২ সালের ১১ মার্চ অনুমোদিত রাজশাহী মহানগর ছাত্রলীগ কমিটির নেতা। ওই কমিটির সভাপতি রকি কুমার ঘোষের বাহিনীর সবচেয়ে আস্থাভাজন অস্ত্রধারী ক্যাডার তিনি। এছাড়া মহানগর ছাত্রলীগের পরের কমিটির সভাপতি নূর মো. সিয়াম এবং সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজেরও অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন আপন। রাজশাহীতে আপন ইয়াবা ব্যবসার ডিলার হিসেবেও পরিচিত। ব্যবহার করেন প্রাইভেট কার...