রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। তারা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথ আটকে সেøাগান দেন। প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষক কর্মবিরতিতে অংশ নেন। ফার্মাসিস্টদের সংগঠন জানিয়েছে, ৯৮ শতাংশ ফার্মেসি বন্ধ ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশ জুড়ে ৩০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। ইউনিয়ন নেতাদের দাবি, সরকারকে জনকল্যাণে ব্যয় বাড়াতে হবে, ধনীদের ওপর কর আরোপ করতে হবে এবং বাইরু সরকারের প্রস্তাবিত বাজেট কাটছাঁট বাতিল করতে হবে। প্যারিসে বিক্ষোভে অংশ নেওয়া ৩৬ বছর বয়সী আইটিকর্মী সিরিয়েল বলেন, আমি চাই সরকার জনকল্যাণ ও সংস্কৃতিতে আরও ব্যয় বাড়াক। যাদের বিপুল সম্পদ আছে, এতে হয়তো তাদের কর আরও বাড়াতে হতে পারে। দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন সংগঠন সিজিটির নেতা সোফি বিনে বলেন, আমাদের রাস্তায় টিকে থাকতে হবে এভাবেই আমরা শক্তি সঞ্চয় করব এবং সরকার ও...