২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষমতা ও দায়িত্বে পরিধি কতদূর হবে ইসির সুপারিশে তা চূড়ান্ত করে খসড়া প্রকাশ করেছে অর্ন্তবর্তী সরকার। এতে সর্বক্ষেত্রেই কর্মকর্তাদের ক্ষমতা বেড়েছে। এখন থেকে সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে কোনো ধরনের মতবিরোধ দেখা দিলে নির্বাচন কমিশনই (ইসি) অগ্রাধিকার পাবে। বিগত নির্বাচনে কারচুপির কালেমার কালো দাগ কর্মকর্তাদের উপর পড়লে তারা তা অস্বীকার করে। তাদের মতে আমরা এখানে শুধু আদেশ পালন করি। যারা আমাদের উর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে নির্বাচনের আগে সরকার থেকে নিয়োগ দেয়া হয়ে থাকে। নির্বাচন পরিচালনা শেষ হলে তারা আবার নিজস্ব স্থানে ফিরে যান এতে নির্বাচন ও নির্বাচন কমিশনের (ইসি) প্রতি তাদের দায়বদ্ধতা স্বাভাবিক ভাবেই কম থাকে। অন্যদিকে বাংলাদেশের সংবিধান অনুসারে নির্বাচন কমিশন...