২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ১০টি পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। বিভিন্ন ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই প্যানেলগুলো ঘোষণা করা হয়।ছাত্রদল প্যানেল : ছাত্রদল স্ব-নামে নিজেদের প্যানেল ঘোষণা করে। ঘোষিত প্যানেলের শীর্ষ সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন সাজ্জাদ হোসেন হৃদয়। সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. শাফায়াত ও যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে আইয়ুবুর রহমান তৌফিক দল থেকে মনোনীত হয়েছেন। সম্প্রীতির শিক্ষার্থী জোট : ইসলামী ছাত্রশিবির ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে প্যানেল ঘোষণা করে। এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মো. ইব্রাহিম হোসেন রনি নির্বাচন করবেন। প্যানেলের অন্য গুরুত্বপূর্ণ পদ সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন সাঈদ বিন হাবিব এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিচ্ছেন...