২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম সারাদেশের মহাসড়ক নিরাপদ ও চাঁদাবাজি কমিয়ে আনতে নানা উদ্যোগ নিয়েছে হাইওয়ে পুলিশের সদর দপ্তর। কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের গভীরভাবে মনিটরিং করার মাধ্যমে হাইওয়ে পুলিশের কার্যক্রমে আরও গতিশীলতা এবং স্বচ্ছতা আনতেও উদ্যোগ নেয়া হয়েছে। সড়ক-মহাসড়ককে শতভাগ নিরাপদ ও সুশৃঙ্খল করতে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। এ জন্য জনবল বৃদ্ধি, আরও ৬৮টি নতুন থানা স্থাপন, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহসহ নানা উদ্যোগের মাধ্যমে সক্ষমতা বাড়ানো হচ্ছে হাইওয়ে পুলিশের। প্রায়শই হাইওয়ে পুলিশ সদস্যদের বিরুদ্ধে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি এবং অননুমোদিত যানবাহন মহাসড়কে আটকানোর নামে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকা- থেকে হাইওয়ে পুলিশকে বিরত রাখতে চায় হাইওয়ে পুলিশ সদর দপ্তর। বর্তমানে হাইওয়ে পুলিশের প্রধানের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার...