২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ এএম রাজধানীর রমনা মডেল থানাধীন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের পক্ষে মিছিল করার অভিযোগে সন্ত্রাস বিরোধ আইনে মামলায় দলটির (আওয়ামী লীগ) কৃষি ও সমবায় উপকমিটির সদস্য মো. কামরুজ্জামানকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এই আদেশ দেন। এদিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাকরাইল পুলিশ ফাঁড়ির এসআই হাফিজুর রহমান। আসামির পক্ষে আইনজীবী শিহাব মাহমুদ জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর আজিজুল হক দিদার জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে ঢাকার মগবাজার এলাকা থেকে কামরুজ্জামানকে গ্রেপ্তার...