২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত ও চীনের ওপর শুল্ক বৃদ্ধির হুমকি কার্যকর হবে না বলে জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ‘ভারত ও চীন হাজার বছরের প্রাচীন সভ্যতা। তাদের ‘না শুনলে শুল্ক বসানো হবে’-এ ধরনের আল্টিমেটাম কার্যকর নয়’। সম্প্রতি ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করেছে। এ নিয়ে লাভরভের মন্তব্য, যুক্তরাষ্ট্রের চাপ দেশগুলোকে নতুন বাজার ও জ্বালানি উৎস খুঁজতে বাধ্য করছে এবং এতে তাদের ব্যয়ও বাড়ছে।অন্যদিকে ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করলেও, রাশিয়ার সঙ্গে ভারতের তেল বাণিজ্যকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে শাস্তির পক্ষে অবস্থান নিয়েছেন। হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার নাভারো ভারতকে ‘শুল্কের মহারাজা’ বলে...